জয়পুরহাটে বাইকে ট্রাকের ধাক্কা, ব্যাংক কর্মকর্তা নিহত
জয়পুরহাটে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় আব্দুস ছালাম নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে ওই ব্যাংক কর্মকর্তার ছেলে সিয়াম (১৪)। আজ শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার তেঁতুলতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস ছালাম সোনালী ব্যাংকের নওগাঁর বদলগাছি উপজেলা শাখার শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট শহরের শান্তিনগর মহল্লার বাসা থেকে নওগাঁর মধুরাপুর গ্রামে মামা শ্বশুরের ছেলের বিয়েতে যাওয়ার জন্য ছেলে সিয়ামসহ মোটরসাইকেলে রওনা হন। সদর উপজেলার তেঁতুলতলি এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলে বিপরীতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ব্যাংক ম্যানেজার আব্দুস ছালামকে মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আলমগীর জাহান এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘নিহত ব্যাংক ম্যানেজার আব্দুস ছালামের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’