জয়পুরহাটে বিধিনিষেধেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি
সীমান্ত জেলা জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় ৩৭৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৯৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ১৩ শতাংশ। অথচ ঈদের আগে জেলায় করোনা সংক্রমণের এ হার ছিল মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ।
করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় এবং করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে গত ৭ জুন জয়পুরহাট পৌরসভাসহ সদর উপজেলা ও পাঁচবিবি পৌরসভা এলাকায় নতুন বিধিনিষেধ জারি করে জেলা প্রশাসন। সেই বিধিনিষেধ জারির আজ শুক্রবার চলছে ১২তম দিন।
জারিকৃত বিধিনিষেধ অনুযায়ী উল্লেখিত এলাকাসমূহে প্রতিদিন বিকেল ৫টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও গণপরিবহণ বন্ধ থাকছে। আগামী ২১ জুন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে গরু-ছাগলের হাট। কিন্তু মানা হচ্ছে না যথাযথ স্বাস্থ্যবিধি।
জেলা ও উপজেলার হাটবাজার, শপিংমল ও রাস্তাঘাটে যানবাহন ও মানুষের ভিড় কমছেই না। বাধ্যতামূলক করা হলেও শতভাগ মাস্ক পরা নিশ্চিত হয়নি এখনও।