জয়পুরহাটে বিধিনিষেধ না মানায় ৯৯ জনকে জরিমানা
জয়পুরহাটে কঠোর লকডাউনের তৃতীয় দিন বেশ কড়াকড়ি ভাবেই পালিত হয়েছে। আগের মতো জেলা ও উপজেলা শহরের রাস্তায় মানুষজনের অবাধ চলাচল দেখা যায়নি। রিকশা ও কিছু হালকা যানবাহন ছাড়া বন্ধ রয়েছে যাত্রীবাহী গণপরিবহন।
এদিকে কাঁচাবাজার ও ওষুধসহ জরুরি প্রয়োজনীয় দ্রব্যাদির সীমিত কিছু দোকান খোলা থাকলেও বিভিন্ন মার্কেট, শপিং মলসহ অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। সকাল থেকেই শহরের রাস্তাঘাটে মানুষ জনের চলাচল ও উপস্থিতি খুবই কম।
এ লকডাউনকে পুরোপুরি সফল করতে আজ সকাল থেকে জেলা ও উপজেলা শহরের প্রধান সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যদের কঠোর নজরদারি ছিল। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক যানবাহন রিকশা, ভ্যান ও তাদের চালক ও আরোহীদের চলাচলের প্রকৃত কারণ যাচাই করা হচ্ছে।
এদিকে, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় গত ২৪ ঘণ্টায় এমন ৯৯ জনের মোট ৫৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।
প্রাণঘাতী করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া কঠোর লকডাউন অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি কার্যকর হয়েছে।