জয়পুরহাটে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
জয়পুরহাটে মাদক মামলায় রবিউল ইসলাম নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম সরোয়ার আসামির উপস্থিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম নওগাঁর ধামইরহাট উপজেলার চকচান্দিরা গ্রামের শরীফ মণ্ডলের ছেলে। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার আবু রায়হান নামের অপর এক যুবককে খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ১৭ জানুয়ারি সদর উপজেলার খনজনপুর এলাকায় ঢাকাগামী মেধা এন্টারপ্রাইজ নামের এক যাত্রীবাহী বাসে যৌথ অভিযান চালায় বিজিবি ও র্যাব। এ সময় রবিউল ইসলামের দেহ তল্লাশি করে ৫৫৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় একই দিন জয়পুরহাট সদর থানায় একটি মামলা করা হয়। পরে তদন্ত শেষে একই বছরের ৯ ফেব্রুয়ারি জয়পুরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ মঙ্গলবার এ রায় দেন।