জয়পুরহাটে লকডাউনেও অবাধে চলছে সব যানবাহন
দেশের অন্য স্থানের মতোই উত্তরাঞ্চলের সীমান্ত জেলা জয়পুরহাটে সীমিত পরিসরে লকডাউন শুরু হয়েছে। তবে লকডাউন উপলক্ষে শহরের সেই চেনা রূপের কোনো পরিবর্তন হয়নি।
সরেজমিনে আজ সকাল থেকে দেখা গেছে, শহরের মার্কেট, শপিংমলসহ অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও মানুষের অহেতুক চলাফেরা কিংবা সড়কে যানবাহন চলাচল কমেনি।
এবারের সীমিত লকডাউনে রিকশা ছাড়া অন্যান্য যানবাহন চলার ব্যাপারে বিধিনিষেধ জারি করা হলেও সকাল থেকে জয়পুরহাট শহরে মোটরসাইকেল, অটোরিকশা, ভটভটি, প্রাইভেট কার, মাইক্রোবাস অবাধে চলাচল করতে দেখা গেছে।
আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ স্থান ও প্রধান সড়কে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টার শেষ হিসাবে জয়পুরহাটে করোন আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও এ সময়ের মধ্যে জেলায় নতুন করে আরও ৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।