জয়পুরহাটে ৫৫ হাজার টাকা জরিমানা আদায়, বিনামূল্যে অক্সিজেন সেবা চালু
জয়পুরহাটে কঠোর লকডাউনের পঞ্চম দিনে প্রশাসনের পাশাপাশি কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় গত ২৪ ঘণ্টায় ১১টি ভ্রাম্যমাণ আদালতের ৭১টি মামলায় ৫৫ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ সোমবার সকাল থেকে জেলার পাঁচটি উপজেলায় ১৫ জন ম্যাজিস্ট্রেটসহ চার প্লাটুন সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাইরে বের হলেই গুনতে হচ্ছে জরিমানা।
এদিকে, জয়পুরহাটে পৌর আওয়ামী লীগের উদ্যোগে সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদুর পৃষ্ঠপোষকতায় করোনাক্রান্ত রোগীদের বিনামূল্যে ২৪ ঘণ্টার অক্সিজেন সেবা কার্যক্রম চালু হয়েছে। আজ দুপুরে জয়পুরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।
এ উপলক্ষে পৌর আওয়ামী লীগের সভাপতি আজম আলীর সভাপতিত্বে অয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জয়পুরহাট জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।