ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে বিপুল ক্ষতি, আহত ৫
ঝালকাঠির রাজাপুরে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে বিপুল ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। আজ বুধবার (২২ মার্চ) ভোররাতে উপজেলার নৈকাঠি বাজারের পশ্চিমপাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্তরা জানান, ভোরে কবিরের চায়ের দোকানে আগুন জ্বলতে দেখে পাহারাদাররা চিৎকার শুরু করেন। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে কবির খানের চায়ের দোকান, বাদলের কনফেকশনারী, শরিফুল ইসলামের ওয়ার্কশপ, নুরুজ্জামানের হোটেল, মোস্তফার হোটেল, প্রবীরের মোদি দোকান পুড়ে বিপুল ক্ষতি হয়েছে। জীবনের শেষ সম্বল হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে।
রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক জানান, কারো ধারণা মশার কয়েল বা চুলা থেকে, আবার কেউ বলছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে আগুনের সূত্রপাত বিষয়ে সঠিকভাবে জানা যায়নি।