ঝালকাঠিতে করোনায় একজনের মৃত্যু, সীমিত পরিসরে চলছে লকডাউন
ঝালকাঠিতে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে এক হাজার ৬৩১ জনের।
গতকাল সোমবার নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মতিউর রহমান খান (৬০) নামে এক করোনায় আক্রান্ত রোগীকে বরিশাল নেওয়ার পর রাতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মতিউর রহমান সিদ্ধকাঠি ইউনিয়নের খিরাকাঠি গ্রামের বাসিন্দা। গত এক সপ্তাহ ধরে তিনি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছে ৩৫ জন।
এদিকে, সীমিত পরিসরে লকডাউনের দ্বিতীয় দিনে গণপরিবহণ, শপিংমল ও মার্কেটগুলো বন্ধ রয়েছে। তবে সীমিত পরিসরের লকডাউনের মধ্যেও রাস্তায় ও বাজারে মানুষের ভিড় রয়েছে। স্বাস্থ্যবিধি মানছে না অনেকেই। গাদাগাদি করে ছোট যানবাহনে যাতায়াত ও বাজারে কেনাকাটা করছে জনসাধারণ। এতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। সকাল থেকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও তথ্য অফিসের উদ্যোগে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। অপরদিকে, ঝালকাঠি-বরিশাল রুটে যাত্রীবাহী বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে যাত্রীরা।