ঝালকাঠিতে দুই হাজার পরিবারকে খাদ্য সহায়তা
ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়ায় অসহায় দুই হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর পরিচালক এম মনিরুজ্জামান মনির। আজ শনিবার সকালে রাজাপুরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসব সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, চিনি ও সেমাই।
এম মনিরুজ্জামান মনিরের ব্যক্তিগত অর্থায়নে ঈদকে সামনে রেখে এ সহায়তা দেওয়া হয়। তিনি নিজে এসব সহায়তার প্যাকট তুলে দেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খাইরুল আলম সরফরাজ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটির সদস্য এম মনিরুজ্জামান মনির বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত কোনো মানুষ যেন অভুক্ত না থাকে সেদিকে লক্ষ্য রাখছেন। সরকার যেমনি মানুষকে সহায়তা করে যাচ্ছেন, তেমনি ব্যক্তি উদ্যোগেও দলের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী দিয়ে যাচ্ছে।
মনিরুজ্জামান মনির আরও বলেন, ‘আওয়ামী লীগ আর বিএনপির চরিত্র এক নয়। বিএনপির নেতাকর্মীরা শুধু ব্যাংকে টাকা জমিয়ে বিদেশে বাড়ি-গাড়ি করায় ব্যস্ত, আর আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষকে দুর্যোগে সাহায্য করে যাচ্ছে। করোনাভাইরাসের মহামারিকে বিএনপির কোনো নেতাকে দেখলাম না কাউকে সাহায্য করতে, এতেই মনে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।’