ঝালকাঠিতে মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়ল পাঁচটি ঘর
ঝালকাঠির রাজাপুরে মো. বাপ্পি (২২) নামে মাদকাসক্ত এক যুবকের দেওয়া আগুনে পুড়ে গেছে পাঁচটি বসত ঘর। এর মধ্যে চারটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বাকী একটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সাউথপুর গ্রামে এ ঘটনা ঘটে। মো. বাপ্পি সাউথপুর গ্রামের মো. কবির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকাল ৪টার দিকে সাউথপুর গ্রামের কবির হোসেনের ঘরে তাঁর ছেলে বাপ্পি আগুন ধরিয়ে দেয়। শুষ্ক মৌসুম হওয়ায় মুহুর্তেই আগুন পাশের বাড়িগুলোতেও ছড়িয়ে পরে। এতে ওই বাড়ির পাশাপাশি থাকা সাবেক পুলিশ কর্মকর্তা মো. শাহজাহান, মো. আলম, মো. কবির ও টিপুর বসত ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। দমকল বাহিনীর চেষ্টায় পাশে থাকা একটি ঘর রক্ষা পায়। বাড়িটির প্রবেশপথ প্রশস্ত না হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে প্রবেশ করতে পারেনি। তাই ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তরা জানান।
স্থানীয়রা আরও জানায়, এর আগেও মাদকের টাকা না পেয়ে ঘরে আগুন দেওয়ার চেষ্টা করেছিল বাপ্পি। মাদকাসক্ত ছেলের অত্যাচার থেকে বাঁচতে তার বাবা-মা আদালতের মাধ্যমে কিছুদিন মাদক নিরাময় কেন্দ্রে ও কারাগারেও রেখেছিলেন বাপ্পিকে।