ঝালকাঠি সদর হাসপাতালে করোনায় দুইজনের মৃত্যু, আক্রান্ত ১১৩
ঝালকাঠিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। জেলা সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২৮৩৩ জন। মোট মৃত্যুর সংখ্যা ৪৮।
মৃতরা হলেন শহরের সুতালড়ি এলাকার আবদুল কাদের (৮৫) ও নলছিটি উপজেলার প্রতাপ গ্রামের পরেশ চন্দ্র (৭০)।
করোনা ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স সামসুন্নাহার বেগম জানান, গত ৯ জুলাই উপসর্গ নিয়ে সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন আব্দুল কাদের ও পরেশ চন্দ্র। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় তাদের করোনা পজিটিভ ধরা পড়ে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার রাতে পরেশ চন্দ্র ও আজ সোমবার সকালে আবদুল কাদেরের মৃত্যু হয়।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, মৃত দুজনের পরিবারের লোকজন এসে স্বাস্থ্যবিধি মেনে লাশ নিয়ে যায়।