ঝিনাইদহে করোনা-উপসর্গে মৃত্যু ৫, নতুন আক্রান্ত ৯৭
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে সদর হাসপাতালে তিনজনসহ করোনা ও উপসর্গ নিয়ে জেলায় মারা গেছে মোট পাঁচজন।
জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলা সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে তিনজন মারা গেছে। এছাড়া জেলার মহেশপুর উপজেলায় একজন ও শৈলকুপা উপজেলায় নিজ বাড়িতে মারা যান সাবেক ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, ২৪৪ জনের নমুনা পরীক্ষা করে ৯৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা চার হাজার ৪৩৮ জন।
আজ বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত ঝিনাইদহ সদর হাসপাতালের ১০০ শয্যা করোনা ইউনিটে ভর্তি রোগীর সংখ্যা ১১৯ জন। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিথিলা ইসলাম জানিয়েছেন, করোনা রোগীর চাপ সব রেকর্ড ছাড়িয়ে গেছে। স্থান সংকুলান না হওয়ায় হাসপাতালের বারান্দা ও মেঝেতে রাখা হচ্ছে তাদের।