ঝিনাইদহে ২০ বিঘা জমির পান পুড়ে ছাই
ঝিনাইদহে পুড়ে গেছে ২০ বিঘা জমির পান। আজ মঙ্গলবার দুপুরে জেলার কালীগঞ্জ উপজেলার খর্দ্দরায় গ্রামের দক্ষিণ মাঠে পান বরজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানান, দুপুরে হঠাৎ করেই ওই গ্রামের পানচাষি কৃষ্ণ সেনের বরজে আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশের বরজে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ১৬ জন কৃষকের ২০ বিঘা জমির পানের বরজ সম্পূর্ণ পড়ে ছাই হয়ে যায়। বিড়ি বা সিগারেটের ফেলে দেওয়া আগুন থেকে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে । অগ্নিকাণ্ডে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
২০১১ ও ২০১২ সালেও এই মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০০ বিঘা জমির পান বরজ পুড়ে ছাই হয়েছিল।