ঝিনাইদহ পৌরসভায় ভোট ১১ সেপ্টেম্বর
স্থগিত হওয়া ঝিনাইদহ পৌরসভার ভোটগ্রহণ আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সব কেন্দ্রেই ইভিএমে ভোট নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রোববার ইসির উপসচিব মো. আতিয়ার রহমান এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
ইসি সূত্রে জানা গেছে, হাইকোর্টের আদেশ পাওয়ার পর আগামী ১১ সেপ্টেম্বর ঝিনাইদহ পৌরসভার ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসি।
এর আগে, গত ১৫ জুন ঝিনাইদহ পৌরসভা নির্বাচন হওয়ার কথা ছিল। হাইকোর্ট এক আদেশে এক মাসের জন্য নির্বাচন স্থগিত করেছিলেন। হাইকোর্টের আদেশ পালন ও পরবর্তী আইনগত জটিলতা এড়ানোর জন্য ঝিনাইদহ পৌরসভায় ১৫ জুন তারিখে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন স্থগিত রাখার বিষয়ে সিদ্ধান্ত দেয় ইসি।
উল্লেখ্য, নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে সম্প্রতি আওয়ামী লীগের মেয়র প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছিল ইসি। এরপর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল খালেকের প্রার্থিতা বাতিলের প্রজ্ঞাপন এক মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এর ফলে তিনি প্রার্থিতা ফিরে পান।