ঝুমন দাসের জামিন ফের নামঞ্জুর
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ঝুমন দাস আপনের জামিন ফের নামঞ্জুর করেছেন আদালত। ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় এ নিয়ে দুই দফায় জামিন আবেদন নামঞ্জুর হলো ঝুমন দাসের।
আজ সোমবার সকালে দ্বিতীয় বার জামিন আবেদন করেন ঝুমনের আইনজীবী অ্যাডভোকেট পংকজ কুমার। এর আগে ৪ সেপ্টেম্বর আমল গ্রহণকারী আদালতে জামিন নামঞ্জুর হলে আজ জজ আদালতে জামিন চাইলে সেটাও নামঞ্জুর করেন জেলা ও দায়রা জজ জাকিয়া পারভীন। তবে এ সময় অভিযুক্ত ঝুমন দাসকে আদালতে তোলা হয়নি। জামিন শুনানিকালে ঝুমন দাস কারাগারে ছিলেন।
ঝুমনের আইনজীবী অ্যাডভোকেট পংকজ কুমার বলেন, ‘এর আগেও একবার জামিন চেয়ে পাইনি। তখন আমল গ্রহণকারী আদালত জামিন নামঞ্জুর করেন। তাই আজ মিস কেস করে জজ আদালতে জামিন চাই। আদালত আজকেও ফের জামিন নামঞ্জুর করেন। এখন বাকি উচ্চ আদালত, আমরা সেখানেও যাব।’
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেফাজতের সাবেক নেতা কারাবন্দি মামুনুল হকের বিরুদ্ধে কটূক্তি করে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় মামুনুলের অনুসারীরা নোয়াগাঁ গ্রামে হামলা চালিয়ে বেশ কিছু সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর করে। পরে গত বছরের ১৬ মার্চ গ্রেপ্তার হন সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের যুবক ঝুমন দাস। ৬ মাসের বেশি জেল খেটে ওই বছরের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় জামিনে মুক্তি পান তিনি। এরপর ফের গত ২৮ আগস্ট ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়ার অপরাধে ৩০ আগস্ট দুপুরে শাল্লা থানা পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে পোস্ট দেওয়ার বিষয় স্বীকার করলে রাতেই পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে গ্রেপ্তার দেখায়।