ঝড়-বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে
আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার ধারা অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে আগামী সপ্তাহে ঝড়-বৃষ্টি হতে পারে, জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোর থেকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।’
মো: ওমর ফারুক আরও বলেন, ‘এ সময়ে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং আগামী তিন দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। এ ছাড়া, আগামী সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’