টঙ্গীর তুরাগ নদ থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৩২-৩৩ বছর।
জিএমপির টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, গাজীপুর টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা এলাকার তুরাগ নদে আজ দুপুরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই লাশ উদ্ধার করে। লাশটি পচন ধরে গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আনুমানিক পাঁচ-সাত দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। এ ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।