টানা বৃষ্টিতে চট্টগ্রাম শহরের বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা
চট্টগ্রামে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নগরীর বেশ কয়েকটি এলাকায়। মঙ্গলবার মধ্যরাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত টানা ভারী বর্ষণে নগরীর বিস্তৃত এলাকায় এই জলাবদ্ধতা সৃষ্টি হয়।
নগরীর নিম্নাঞ্চল থেকে দ্রুত পানির প্রতিবন্ধকতা সৃষ্টি এবং দ্রুত সরে না যাওয়ার কারণে নিম্ন এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। নগরীর মুরাদপুর, বহদ্দারহাট ও বাকলিয়ার বিশাল এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
এ ছাড়া নগরীর ষোলশহর, মুরাদপুর, আগ্রাবাদ, হালিশহরসহ বিভিন্ন এলাকায় পানি জমে রয়েছে প্রকটভাবে। এতে করে ওইসব এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানিতে ডুবে আছে। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় বিভিন্ন এলাকায় নালা-নর্দমা খনন ও বাঁধ নির্মাণ এবং নগরীর বাকলিয়াসহ বিভিন্ন এলাকায় খাল ভরাট হয়ে যাওয়া অতিবৃষ্টিতে দুর্ভোগে পড়েছে নগরবাসী।