টানা বৃষ্টিতে ভেঙে পড়ল গৃহহীনদের উপহারের ঘর
টানা বৃষ্টিতে ভেঙে পড়ল গৃহহীনদের উপহারের চারটি ঘর। গোপালগঞ্জ সদর উপজেলার মধুপুর এলাকায় নির্মিত এসব ঘর ক্ষতিগ্রস্ত হয়। গতকাল মঙ্গলবার বিকেলে চারটি ঘর ভেঙে পড়ায় ওই এলাকায় বসবাসরত পরিবারের সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
খবর পেয়ে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে স্থানীয়রা ইটের খোয়া ও বালুর বস্তা ফেলে অন্যগুলো ঘর ভাঙন রোধে চেষ্টা করে।
স্থানীয়রা জানায়, গৃহহীন ৭০টি পরিবারকে পাকা বাড়ি নির্মাণ করে দেয় উপজেলা প্রশাসন। সদর উপজেলার উরফি ইউনিয়নের মধুপুর এলাকায় মধুমতি নদীর চরে এসব পাকা বাড়ি নির্মাণ করা হয়।
তাদের অভিযোগ, নতুন বালু কেটে তার উপর নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে তড়িঘড়ি করে এসব ঘর নির্মাণ করা হয়।
বৃষ্টিতে এসব ঘরের পাশ থেকে বালু সরে যাওয়ায় মেঝে দেবে ভেঙে পড়ে।
উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীনদের জন্য প্রথম ধাপে ৪৮০টি, দ্বিতীয় ধাপে ২৮১টি পরিবারকে পাকা বাড়ি বরাদ্দ দেয় গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসন।
প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এসব ঘর উদ্বোধনের পর আশ্রয়হীনরা বসবাস শুরু করে।
গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন গাজী বলেন, ‘টানা তিন-চার ঘণ্টার বৃষ্টির কারণে পানিতে বালি সরে যাওয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে।’