টানা ৫ শুক্রবার ডেঙ্গুহীন দিন
দেশে কমে এসেছে ডেঙ্গু রোগী আক্রান্তের সংখ্যা। এ রোগে আক্রান্তে হয়ে খুব অল্প সংখ্যক মানুষ হাসপাতে ভর্তি হচ্ছেন। কোনো কোনো দিন থাকছেই না আক্রান্ত। বিশেষ করে পরপর পাঁচ শুক্রবার ডেঙ্গুহীন দিন দেখল সবাই। শুক্রবার হিসেবে শেষ ১০ মার্চ একজন এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম। এরপর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগী ছাড়াই কেটেছে প্রতিটি শুক্রবার।
আজ শুক্রবার (১৪ এপ্রিল) পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৫ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৬ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৯ জন রোগী।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ৯০১ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬৫ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় ৪৩৬ জন। আর ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৬৬ জন। তাদের মধ্যে ঢাকায় ৪৪২ জন ও ঢাকার বাইরে ৪২৪ জন।
এর আগে গত চার শুক্রবার ছিল ৭ এপিল, ৩১ মার্চ, ২৪ মার্চ ও ১৭ মার্চ। এ দিনগুলোতে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তি বলছে, এসব দিনগুলোর ঠিক আগের ২৪ ঘণ্টায় নতুন করে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়নি।