টানা ৬ শুক্রবার ডেঙ্গুহীন দিন দেখল বাংলাদেশ
দেশে কমে এসেছে ডেঙ্গু রোগী আক্রান্তের সংখ্যা। এ রোগে আক্রান্তে হয়ে খুব অল্প সংখ্যক মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে। কোনো কোনো দিন থাকছেই না নতুন আক্রান্ত। বিশেষ করে পরপর ৬ শুক্রবার ডেঙ্গুহীন দিন দেখল বাংলাদেশ। শুক্রবার হিসেবে সর্বশেষ ১০ মার্চ একজন এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম। এরপর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগী ছাড়াই কেটেছে প্রতিটি শুক্রবার।
আজ শুক্রবার (২০ এপ্রিল) পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, বর্তমানে দেশে সর্বমোট ২২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৪ জন এবং ঢাকার বাইরে আটজন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৯ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯২১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকায় ৪৭৩ জন এবং ঢাকার বাইরে ৪৪৮ জন রয়েছে। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৮৮৯ জন। এরমধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৪৫২ জন এবং ঢাকার বাইরে ৪৩৭ জন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি এবং এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১০ জনের মৃত্যু হয়েছে।