টিকটকে প্রেম : নেপালি মেয়ে এখন বাঙালি বধূ
জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে পরিচয় থেকে প্রেম ভিনদেশি দুই তরুণ-তরুণীর। অন্য দেশের বলে বিয়েতে ঘোর আপত্তি জানায় তরুণীর পরিবার। শেষ পর্যন্ত পরিবারের বাধার দেয়াল টপকালেন নেপালি তরুণী। ছুটে আসেন ময়মনসিংহের গৌরীপুরে। পরে ভালবাসার মানুষটির সঙ্গে বাঁধলেন ঘর। হয়ে গেলেন বাঙালি বধূ।
জানা গেছে, বাঙালি ওই বধূ অনুদেবী ভুজেল বাবার চাকরির সুবাদে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার নকশালবাড়ি এলাকায় জন্ম নেন। গত রোববার (৭ মার্চ) অনুদেবী ভুজেল পলাশ পালের হাত ধরে চলে আসেন বাংলাদেশে। গত বৃহস্পতিবার পলাশের বড় বোন চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতি ঢাকায় তাঁদের বিয়ের আয়োজন করেন। পরে ময়মনসিংহের গৌরীপুরে গ্রামের বাড়িতে বৌভাত হয়।
গতকাল শনিবার বৌভাতের দিন শুভেচ্ছা জানাতে পলাশ পালের বাড়িতে যান ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী।
এ বিষয়ে পলাশ পাল সাংবাদিকদের জানান, ছয় বছর আগে থেকে সিঙ্গাপুরের একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। অনুদেবী ভুজেলও সিঙ্গাপুরের অপর এক বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। সিঙ্গাপুরেই টিকটকে দুজনের পরিচয়। পরে আড়াই বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। প্রথমে অনুদেবীর পরিবার আপত্তি করলেও পরে মেনে নেয়। তারপর দেশে এসে বিয়ে করেন তাঁরা।
পলাশ বলেন, ‘অনুদেবী নেপালী হিন্দি ছাড়াও বাংলা ভাষায় কথা বলতে পারে। তাই আমার পরিবারের সঙ্গে সে খুব সহজেই মানিয়ে নিতে পেরেছে।’
কনে অনুদেবী বলেন, ‘পরিচয় থেকে তাঁকে আমার খুব পছন্দ হয়। তাই পলাশকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিলাম। এ ছাড়া ওর বাবা-মা অনেক ভালো। আমাকে তাঁরা আপন করে নিয়েছেন। নিজের মেয়ের মতোই আমাকে আদর করেন।’
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বলেন, ‘আমরা চার ভাই বোনের মধ্যে পলাশ সবার ছোট। পলাশ অনেক আগে থেকেই অনুদেবীকে পছন্দের বিষয়টি আমাকে জানিয়েছিল। পলাশ চেয়েছিল তাঁকে বিয়ে করতে। বিয়ের মাধ্যমে তাঁদের প্রেমের সফল পরিণয় ঘটেছে।’