টিকাকেন্দ্রে স্বাস্থ্যকর্মীকে মারপিট ও ভাঙচুরের অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার
সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকাদান কেন্দ্রে অব্যবস্থাপনার প্রতিবাদ করে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বচসার জেরে সাংবাদিক ইয়ারব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ঝাউডাঙা হাইস্কুলের অস্থায়ী টিকাকেন্দ্রে এ ঘটনা ঘটে।
বচসার ঘটনার এক ঘণ্টা পর পুলিশ সাংবাদিক ইয়ারব হোসেনকে তার তুজলপুর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে স্বাস্থ্যকর্মীকে মারপিট এবং কেন্দ্র ভাঙচুরের অভিযোগ আনা হয়। তিনি ২০১৩ সালে সাতক্ষীরায় জামায়াতের সহিংস তাণ্ডবকালে সন্ত্রাসীদের হাতে মারপিটের শিকার হন। তখন তার হাত-পা ভেঙে দেয় সন্ত্রাসীরা। তিনি একজন হৃদরোগীও। এরপর থেকে তিনি দীর্ঘমেয়াদি চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, তিনি খবরটি শুনেছেন। টিকাকেন্দ্রের এই ঘটনার পর বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছিল। তবে তাকে গ্রেপ্তারের বিষয়টি তার জানা নেই। তিনি বলেন, একটি টিকা পাঁচজনকে দেওয়ার নিয়ম রয়েছে। এটা কোনো অব্যবস্থাপনা নয়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবুল আক্তার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঝাউডাঙা অস্থায়ী টিকাকেন্দ্রে গণটিকাদান কার্যক্রম চলছিল। এ সময় সাংবাদিক ইয়ারব হোসেন সেখানে গিয়ে একই টিকা পাঁচজনের দেহে পুশ করার ঘটনায় আপত্তি জানান। এ নিয়ে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে তার ঝগড়া হয়। তিনি স্বাস্থ্যকর্মী মনিরুল ইসলামকে একটি থাপ্পর মারেন এবং ভাঙচুর করেন। এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে।
হৃদরোগী সাংবাদিক ইয়ারব হোসেন পুলিশবেষ্টিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বলেন, ‘‘ঝাউডাঙা হাইস্কুল কেন্দ্রে টিকা দেওয়া নিয়ে অব্যবস্থাপনার খবর পাই। বিষয়টি সম্পর্কে জানতে গেলে স্বাস্থ্যকর্মী মনিরুল ইসলাম আমাকে হুমকি দিয়ে বলেন, ‘তুই কে রে? তুই কথা বলার কে?’ তিনি আরও বলেন, ‘ভিড়ের ধাক্কাধাক্কিতে তিনি আমার গায়ে হাত তুললে আমিও পাল্টা একটি থাপ্পর দেই। তবে কোনো ভাঙচুরের ঘটনা সেখানে ঘটেনি। এই বিষয়টিকে ফুলিয়ে ফাপিয়ে তারা মামলা করে। পরে পুলিশ আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে।’’
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির বলেন, ‘টিকাকেন্দ্রে হাঙ্গামা করাটা দুঃখজনক। স্বাস্থ্য বিভাগকে বিষয়টি সম্পর্কে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছি।’