টিকার প্রথম ডোজ ফের শুরু হচ্ছে
করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ ফের আগামী ১৯ জুন থেকে শুরু হচ্ছে।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান। তিনি জানান, আগামী ১৯ জুন থেকে চীনের সিনোফার্মের টিকা এবং ফাইজারের টিকা দেওয়া শুরু হবে।
ডা. নাজমুল ইসলাম আরও বলেন, ‘ঢাকার যেসব মেডিকেল ইনস্টিটিউট-কলেজ আছে সেখানে আমরা আবার প্রথম ডোজের টিকা নতুন করে দেওয়া শুরু করব। সিনফার্ম এবং ফাইজারের টিকা দিয়ে এই কার্যক্রম চলবে। ভ্যাকসিনের সরবরাহ অব্যাহত থাকলে কার্যক্রম চলতে থাকবে।’
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলেন, ‘আমরা দুই সপ্তাহ থেকে দেখছি, কয়েকটি এলাকায় করোনা বেশি শনাক্ত হয়েছে। তার মধ্যে রয়েছে সাতক্ষীরা, নড়াইল, যশোর, খুলনা, নাটোর , চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, নওগাঁ ও দিনাজপুর। তবে রাজশাহীতে সংক্ষমণ কিছুটা কমেছে।’
নাজমুল ইসলাম আরও বলেন, ওই সব জেলাগুলোতে সংক্রমণের ঊর্ধ্বগতি আছে। এই সপ্তাহে এসে রাজশাহীতে সংক্রমণ খানিকটা কমেছে। বিগত সাতদিনে যদি আমরা সংক্রমণের হার বিবেচনা করি তাহলে, দেখছি ঊর্ধ্বগতি। গতকাল সংক্রমণের হার ১৪ শতাংশ পার হয়ে গেছে। তিনি বলেন, সংক্রমণের গত একমাসের যে প্রবণতা ছিল, তা একটু একটু করে বাড়ছে। আমরা এ বিষয়গুলো আপানাদের মাধ্যমে সবাইকে বলতে চাই, সংক্রমণের এ হার যদি নিচে নামাতে হয় তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ ছাড়া সীমান্তবর্তী জেলাগুলোতে হাসপাতালে বর্তমানে বেশি চাপ রয়েছে। তবে রাজধানীতে সে তুলনায় চাপ কম রয়েছে।’
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আরও বলেন, ‘ঔষুধ প্রশাসনের পক্ষ থেকে জনসনের টিকার অনুমতি দিয়েছে এবং এ পর্যন্ত ছয়টি টিকাকে বাংলাদেশে অনুমোদন দেওয়া হয়েছে।’