টিকা আগে ফ্রন্টলাইন ফাইটারদের দেওয়া হবে : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারত থেকে উপহার হিসেবে ২০ লাখ টিকা দেশে এসেছে। এ টিকা অত্যন্ত সতর্কতার সঙ্গে যারা ফ্রন্টলাইন ফাইটার তাদের প্রথমে দেওয়া হবে। সেভাবেই সরকার পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান তিনি।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সম্পাদক ফোরাম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী একথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ভারতের উপহার ২০ লাখ ভ্যাকসিন দেশে পৌঁছেছে। সরকারের এ সাফল্যে এখন বিএনপির মুখে উদভ্রান্তের প্রলাপ শোনা যাচ্ছে।
এ সময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার, সম্পাদক ফোরামের উপদেষ্টা ইকবাল সোহবান চৌধুরী ও আহ্বায়ক রফিকুল ইসলাম রতন উপস্থিত ছিলেন।
বিএনপির সাম্প্রতিক মন্তব্য ‘সরকার ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছে’ এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আজকে করোনার টিকা চলে এসেছে এবং এটি উপহার হিসেবে ভারত সরকার আমাদের দিয়েছে। এজন্য ভারত সরকারকে ধন্যবাদ জানাই। আর এ সময় বিএনপির বক্তব্য তাদের যে মানসিকতা তুলে ধরে, তা হলো- অপছন্দের প্রতিবেশীর কোনো ভালোই দেখতে না পারা এবং সব সময় অমঙ্গল কামনা করা।’
‘বিএনপি আশা করেছিল, দেশ এই করোনা মহামারি সামাল দিতে পারবে না, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সঙ্গে সেটি সামাল দিয়েছেন এবং বিশ্বব্যাপী তাঁর এই নেতৃত্ব প্রশংসিত হয়েছে।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি এখানে লুটপাট কেন দেখতে পাচ্ছে, সেটি আমি জানি না। যারা সব সময় লুটপাটের কথা চিন্তা করে তারা হয়তো এভাবে চিন্তা করতে ও বলতে পারে। মূল কথা হচ্ছে, সরকারের এই সাফল্যে তারা উদভ্রান্ত হয়ে গেছে। এই জন্য তাদের মুখে উদভ্রান্তের মতো প্রলাপ।’