টিকা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী
করোনাভাইরাসের টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে মডার্নার ৩০ লাখ ডোজ টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। এ ছাড়া ২৫ লাখের পরিবর্তে ২৯ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে জাপান। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তাঁর ভ্যারিফায়েড ফেসবুক পেজে গতকাল সোমবার দিবাগত গভীর রাতে এ তথ্য জানান।
ড. মোমেন জানিয়েছেন, বাংলাদেশের জেনেভা মিশন জানিয়েছে, কোভ্যাক্সের আওতায় টিকার শিপমেন্ট প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া আগস্টে ইউরোপীয় ইউনিয়ন থেকে ১০ লাখ ও কোভ্যাক্সের অধীনে আরও ছয় লাখ ২০ হাজার ডোজ টিকা দেশে আসবে।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, চীন সরকার আরও ১০ লাখ সিনোফার্মের টিকা বাংলাদশকে উপহার হিসেবে পাঠাবে। তিনি আশাপ্রকাশ করেন, টিকা প্রয়োগের মাধ্যমে সুস্থ, স্বাভাবিক ও সুন্দর জীবনে ফিরে যাওয়া সম্ভব হবে।