টিকা নেওয়ার ২৭ দিন পর ডিএমপি কমিশনার করোনায় আক্রান্ত
ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম গত ৭ ফেব্রুয়ারি করোনার টিকা নেন। এর ঠিক ২৭ দিন পর অর্থাৎ ৬ মার্চ তিনি করোনায় আক্রান্ত হন। এখন তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।
আজ বুধবার পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ও চিকিৎসক মনোয়ার হোসেন খান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
মনোয়ার হোসেন খান বলেন, ‘টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত হলেও তিনি এখন সুস্থ আছেন। এবং তাঁর শরীরে তেমন কোনো উপসর্গও নেই। করোনা শনাক্ত হওয়ার দিন থেকেই তিনি আমাদের হাসপাতালে চিকিৎসাধীন।’
মোহা. শফিকুল ইসলামের কোনো শারীরিক জটিলতা নেই দাবি করে হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, ‘স্যারের অ্যান্টিবডি লেভেলও ভালো। আমরা আশা করছি, তিনি দ্রুতই সুস্থ হয়ে কাজে ফিরবেন।’
এর আগে দেশব্যাপী গণটিকাদানের প্রথম প্রথম দিন গত ৭ ফেব্রুয়ারি ডিএমপি কমিশনারের করোনার টিকা গ্রহণ করেন। মূলত তাঁর টিকা গ্রহণের মধ্যে দিয়ে পুলিশ সদস্যদের মধ্যে টিকা কার্যক্রম শুরু হয়।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার পর্যন্ত পুলিশের ১৯ হাজার ১১৪ জন করোনায় আক্রান্ত হন। তাঁদের মধ্যে পুলিশ সদস্য ১৬ হাজার ৫৮৯ জন ও র্যাব দুই হাজার ৫২৫ জন। ডিএমপির তিন হাজার ২১৫ জন সদস্য করোনায় আক্রান্ত হন। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশ-র্যাবের ৮৬ জন সদস্য মারা গেছেন। তাদের মধ্যে র্যাব সদস্য ছয়জন। পুলিশের আক্রান্ত সদস্যদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯৫৮ জন।