টিকা ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার : মান্না
স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি করে সরকার করোনা নিয়ন্ত্রণ এবং টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত ভাত, ভোট ও কথা বলার দাবিতে এক মানববন্ধনে তিনি এমন অভিযোগ করেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এখন পর্যন্ত এই দেশের ১৩ কোটি লোককে টিকা দেওয়ার কথা। দুইটি ডোজ দিয়েছেন মাত্র ৫০ লক্ষ লোককে। তারপর গণটিকা দেওয়া বন্ধ করেছেন। কেন? কারণ টিকা নাই। কারণ টিকা আনেন নাই। মানুষ মারা যাচ্ছে। আর টিকা মিটফোর্ড আর অন্যান্য জায়গায় বেসরকারি দোকানগুলোতে বিক্রি হচ্ছে।’
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘মানুষের কথা বলা শুরু হয়েছে, এটা মিছিলে পরিণত হবে। তখন পালানোর পথ পাবেন না। ভোট, ভাত ও কথা বলার অধিকার মানুষকে ফিরিয়ে দিতে হবে। এই ডাকাত সরকারের অবসান করতেই হবে। এই সরকার দেশকে লুটপাটের রাজ্যে পরিণত করেছে। দেশ আজ রাহাজানির বিভীষিকায় আচ্ছন্ন।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক আরো বলেন, ‘উন্নয়ন প্রকল্পের নামে লাখ কোটি টাকা দেশের বাইরে তারা পাচার করছে। এক পদ্মা সেতুর নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। অথচ সাধারণ মানুষ আজ না খেয়ে দিনাতিপাত করছে। নিত্যপণ্যের দাম মানুষের ধরা-ছোঁয়ার বাইরে চলে গেছে। এসব নিয়ে কথা বলতে গেলেই মানুষ গুম, খুনের শিকার হচ্ছে। বিগত দেড় বছরে দুই কোটি মানুষ দরিদ্র হয়েছে।’
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এতো দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা বিশ্বে এক নজিরবিহীন ঘটনা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় অনেক স্কুলের অনেক প্রধান শিক্ষক আজ চায়ের দোকান নিয়ে বসেছে। দরবেশকে টিকার ব্যবসা করতে দেওয়ায় মানুষ এখন টিকা থেকে বঞ্চিত হচ্ছে। এক মেয়র জনগণের টাকা চুরি করে নিজের ব্যাংকে রাখলেও কোনো কোনও ব্যবস্থা নেওয়া হয় না। অথচ খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।’
বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের মহাসচিব এম. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়ের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর বিএনপির দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ বাশার, কৃষকদল নেতা জনতার রফিক, শরীয়তপুর জেলা কৃষক দলের সভাপতি বি.এম. হারুনুর রশিদ প্রমুখ।