টিসিবির পণ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় চালক নিহত
জয়পুরহাটের ক্ষেতলালে টিসিবির পণ্যবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মেহেদী হাসান নামের মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় অপর দুই আরোহী আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে পৌর এলাকার পাটবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক মেহেদী হাসান জেলার একই উপজেলার হিন্দা-মণ্ডলপাড়া গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, টিসিবি পণ্যবাহী ট্রাকটি ক্ষেতলাল থেকে জয়পুরহাট জেলা শহরের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে তিন আরোহীসহ মোটরসাইকেলটি ওভারটিক করতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহীরা পরে গিয়ে চালক মেহেদী হাসান গুরুতর আহত হন।
মেহেদীকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তার সঙ্গের অন্য দুই আরোহী সামান্য আহত হয়েছেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরেন্দ্রনাথ মণ্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি থানায় আটক রয়েছে। তবে এ বিষয়ে এখনও মামলা হয়নি।