টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে দর্শনার্থীদের ৩ দিন প্রবেশ বন্ধ
নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর করবেন। সফরকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে আগামী ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত তিনদিন সমাধিসৌধে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।
গতকাল সোমবার (১৭ এপ্রিল) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের সহকারী কিউরেটর মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির বরাত দিয়ে গোপালগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সফরকে ঘিরে আগামী ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত তিনদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের দূর-দূরান্ত থেকে যারা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ পরিদর্শনে আসেন, তারা বিষয়টি আগে থেকে অবগত না থাকলে বিশেষ অসুবিধার সম্মুখিন হন। আগে থেকে বিষয়টি জানা থাকলে দর্শনার্থীদের সুবিধা হয় এবং তারা পরবর্তী সুবিধামতো সময়ে প্রদর্শন করতে পারেন।