টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ঢাকা রেঞ্জ ডিআইজির শ্রদ্ধা
গোপালগঞ্জের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সব শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইদুর রহমান খান, বিপ্লব কুমার সরকার, মাশরুকুর রহমান খালেদসহ ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।