টেকনাফে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় মোখা
টেকনাফের শাহপরীর দ্বীপে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় মোখা। সেখানে প্রচণ্ড বাতাস বইছে এবং বৃষ্টি হচ্ছে। বাতাসের সঙ্গে বৃষ্টিপাতে দ্বীপটিতে ঘূর্ণিঝড় মোখার এক প্রকার তাণ্ডব চলছে।
আজ রোববার (১৪ মে) দুপুর ২টার এনটিভির দুপুরের খবরে টেকনাফ থেকে সরাসরি যুক্ত হয়ে এ তথ্য জানান বিশেষ প্রতিনিধি মুকসিমুল আহসান।
এনটিভির এই প্রতিবেদক বলেন, ঝড়ে প্রচুর গাছপালা পড়ে গেছে এবং অনেক বাড়িঘর গুঁড়িয়ে গেছে। বাতাসের গতিবেগ প্রচণ্ড। যদিও তা কত বেগে প্রবাহিত হচ্ছে নিশ্চিত হওয়া যায়নি। দুপুর ২টার দিকে শাহপরীর দ্বীপে আগের তুলনায় ঝড়ের তাণ্ডব কয়েকগুণ বেড়ে যায়। দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ বাতাস ও বৃষ্টি এক মুহূর্তের জন্য থামেনি। এক টানা দুই ঘণ্টাব্যাপী এ ঝড় বয়ে যাচ্ছে, বরং সময়ের সঙ্গে বেড়েছে। বাতাসের গতির কারণে সমুদ্রপৃষ্ঠে পানির উচ্চতা বাড়ছে, বিশাল আকারের ঢেউ সৃষ্টি হচ্ছে। মোখা মিয়ানমারের রাখাইনের দিকে চলে যাবে, কিন্তু টেকনাফের শেষ প্রান্ত নাফ নদীতে শাহপরীর দ্বীপে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে।
মুকসিমুল আহসান বলেন, শাহপরীর দ্বীপে একপাশের বেড়িবাঁধে ভাঙন শুরু হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে পুরো এলাকা। আশ্রয়কেন্দ্রে ভেতরে ও বাইরের মানুষ চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।