টেকনাফে ‘রোহিঙ্গা সন্ত্রাসীদের’ হামলায় তিন ভাই গুলিবিদ্ধ
কক্সবাজারের টেকনাফে স্থানীয় এক বসতবাড়িতে ‘রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায়’ তিন সহোদর গুলিবিদ্ধ হয়েছে বলে দাবি করছে পুলিশ। গুলিবিদ্ধ তিন ভাইকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধরা হলো, টেকনাফের জাদিমুড়া এলাকার হাবিবুর রহমানের তিন ছেলে—রহমতুল্লাহ (৩০), সালামতুল্লাহ (২২) ও মোহাম্মদ হাছন (১৬)। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
পুলিশ জানায়, আজ বুধবার ভোররাত ৩টার দিকে টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পাশে স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমানের বসতবাড়িতে রোহিঙ্গা সন্ত্রাসীরা হামলা চালায়।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (পুলিশ সুপার) মো. তারিকুল ইসলাম তারিক আজ বুধবার দুপুরে জানান, টেকনাফের হ্নীলার জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের পাশে স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমানের বাড়িতে ১২ থেকে ১৫ জন ‘রোহিঙ্গা সন্ত্রাসী’ অতর্কিত হামলা করে। হাবিবুর রহমানসহ তাঁর পরিবারের লোকজনদের মারধর ও এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে হাবিবুর রহমানের তিন ছেলে গুলিবিদ্ধ হয়। সংবাদ পেয়ে তাৎক্ষণিক এপিবিএন এবং টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনদের সহায়তায় আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। আহতেরা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
মো. তারিকুল ইসলাম তারিক আরও জানান, হামলাকারী রোহিঙ্গা সন্ত্রাসী জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পে আশ্রয় নেওয়া হাসেমুল্লা, মো. নুরু, আবু তাহের কালু, আব্দুর রহমান বেজি, আজিমুল্লাহ, শুকুরসহ ১২ থেকে ১৫ জনকে চিহ্নিত করা হয়েছে। তারা একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের স্থানীয় জনগণের কাছ থেকে চাঁদা ও মুক্তিপণ আদায় করে থাকে। এসব রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তারে জাদিমুড়া এপিবিএন অফিসার ও ফোর্সের অভিযান অব্যাহত রয়েছে। ক্যাম্প এলাকায় অতিরিক্ত অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।