টেক ব্যাক বাংলাদেশ মানে আবারও হাওয়া ভবন : ওবায়দুল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকার পতন মানে ক্ষমতা। টেক ব্যাক বাংলাদেশ মানে আবারও হাওয়া ভবন, আবারও ধ্বংসলীলা, আবারও জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা।’ বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘সরকার পতন দিবাস্বপ্ন ছাড়া কিছুই নয়।’
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের। পরে গণমাধ্যমের সামনে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সরকার পতন বিএনপির লক্ষ্য। অনেকবার এ কথা শুনেছি। বিএনপি জঙ্গিবাদ ও হাওয়া ভবনে ফিরে যেতে চায়। সরকার পতন দিবাস্বপ্ন ছাড়া কিছুই নয়।’
ওবায়দুল কাদের কবি নজরুল ইসলাম সম্পর্কে বলেন, ‘আমরা আজকে জাতীয় কবিকে বেশি করে মনে করব। তাঁর অসাম্প্রদায়িক, মানবতার পক্ষে যে লড়াই ছিল, তা বঙ্গবন্ধুর সময় থেকে শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করে যাচ্ছি।’