ট্রলির আঘাতে সাতক্ষীরায় প্রাণ গেল সাংবাদিকের
মাটিবাহী ট্রলির আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার সাংবাদিক ফিরোজ জোয়ার্দ্দার ওরফে ইসমাইল হোসেন (৩৫)। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা-যশোর সড়কের সদর উপজেলার ছয়ঘরিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ জোয়ার্দ্দার ‘দৈনিক যশোর’ পত্রিকার সাংবাদিক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ফিরোজ তাঁর মোটরসাইকেলে দ্রুতবেগে সাতক্ষীরা অভিমুখে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।