ট্রাকচাপায় প্রাণ গেল কেএসআরএম কর্মকর্তার
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী কেএসআরএম কর্মকর্তা নাজমুল হক মাসুম (৩৫) নিহত হয়েছেন। তিনি সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডাঙ্গা আনিস বাড়ির মাস্টার নুরুল হকের ছেলে।
আজ বুধবার বিকেল ৫টার দিকে লোহাগাড়ার আধুনগর ব্রিজ এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাসুম মোটরসাইকেল চালিয়ে লোহাগাড়া উপজেলার আধুনগর ডলুব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মাসুমের মামা চট্টগ্রামের সাংবাদিক সারোয়ার আমিন বাবু জানান, মাসুম গত বছর থেকে কবির স্টিল রোলিং মিলে (কেএসআরএম) মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিল। তার কর্মস্থল ছিল কক্সবাজারের চকরিয়া। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনার সম্মুখীন হয়ে তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি আবদুর রব বলেন, ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি জব্দ করেছে। ট্রাক চালক পলাতক।
এদিকে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করা মাসুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।