ট্রাকচাপায় দন্ত চিকিৎসকসহ নিহত ২
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজার এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেলের চালক ও আরোহীর নাম শাহাবুর রহমান (৪০) ও শাকিল আহমেদ (২৭)।
নিহত শাহাবুর রহমান শালিখা উপজেলার জুনারী গ্রামের নুর মোহাম্মদের ছেলে। শাকিল একই গ্রামের আল আমিনের ছেলে। শাহাবুর রহমান পেশায় স্থানীয় একজন দন্ত চিকিৎসক।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, শাহাবুর রহমান ও শাকিল আহমেদ মোটরসাইকেলযোগে নিজ গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে রাত ৮টার দিকে আড়পাড়া বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁরা দুজন মারা যান।