ট্রাক-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত
চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সাধনপুর ইউপির বৈলগাঁও দমদমা দিঘীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বান্দরবন নাইক্ষ্যংছড়ি মধ্যম বাইশারী এলাকার আব্দুর রহিম (২৫), চকরিয়া ফাঁসিয়াখালী এলাকার সানজিদা করিম (২৩) ও তাঁর মেয়ে প্রিয়ামনি (৭)।
আহতরা হলেন মো. আরমান (৩০), আইয়ুব (২৮) জসীমউদ্দীন (২৪)।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা-বাঁশখালী সার্কেল) হুমায়ন কবীর, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে আনোয়ারা থেকে কক্সবাজারের চকরিয়া পেকুয়াগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে চট্টগ্রামগামী সিমেন্ট বহনকারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় অটোরিকশার চালকসহ আরও তিন যাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সফিউল কবীর বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালক ও তাঁর হেলপার পালিয়ে গেছেন।