ট্রেন ধরতে ছুটছেন যাত্রীরা
খুলনায় পরিবহণ ধর্মঘটের কারণে সড়কে গণপরিবহণ চলাচল বন্ধ থাকায় রেলস্টেশনগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের ভিড় বেশি দেখা যায়।
গতকাল শনিবার রাতে খুলনা রেলস্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টার জাকির হোসেন জানিয়েছেন, গতকাল রাতে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসে আসন ছিল ৯৩৯টি। সব টিকেট বিক্রি হয়েছে। ট্রেনের টিটিরা মোট যে টিকেট বিক্রি করেছেন, তার সংখ্যা ছিল নয় হাজারের বেশি। এসব যাত্রীদের বড় অংশ ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীরা।
আজ শনিবার সকালে রেলস্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টার স্নিগ্ধা ঘোষ জানান, সকালে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটিতে মোট আসন ছিল এক হাজার ৩০২টি। কিন্তু শুধু খুলনা থেকেই যাত্রী গেছে চার গুণ বেশি।
খুলনা সড়ক পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সাবেক সাংসদ আব্দুল গাফফার বিশ্বাস জানান, আগামীকাল রোববার তাঁদের বৈঠক রয়েছে। সে বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, ‘শুধু ডিজেল নয়, ফেরি ভাড়া, ব্রিজের টোল-ট্যাক্স বৃদ্ধি করে পরিবহণ সেক্টরের বেহাল অবস্থা সৃষ্টি করা হয়েছে।