‘ডাকাতদের কথায়’ গরুবাহী ট্রাক থামাননি চালক, প্রাণ গেল গুলিতে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গরুবাহী ট্রাকের এক চালককে গুলি করে হত্যা করা হয়েছে। উপজেলার ফৌজদারহাট-বায়েজিদ লিঙ্ক রোড এলাকায় আজ শুক্রবার ভোরে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ট্রাকচালকের নাম আব্দুর রহমান। মাগুরা থেকে গরু নিয়ে চট্টগ্রামের বিবিরহাট এলাকায় যাওয়ার সময় তিনি ডাকাতদলের কবলে পড়েন বলে জানা গেছে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক শফিকুল ইসলাম জানান, নিহত আব্দুর রহমান যশোর জেলার চৌগাছা উপজেলার চন্দা গ্রামের মোহাম্মদ বশির মিয়ার ছেলে। এরই মধ্যে লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।
ট্রাকে থাকা চালক আব্দুর রহমানের সহকারীর বরাত দিয়ে পুলিশ জানায়, গরুবাহী ট্রাকটি বায়েজিদ লিঙ্ক রোডের ৪ নম্বর ব্রিজ পার হওয়ার পর সামনে থেকে একটি ছোট পিকআপ গতিরোধ করে। এ সময় চার থেকে পাঁচজন ডাকাত অস্ত্র দেখিয়ে ট্রাকটিকে থামানোর চেষ্টা চালায়। কিন্তু, ট্রাকটি না থামিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন চালক আবদুর রহমান। এ সময় ডাকাতদলের সদস্যএরা পর পর কয়েকটি গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আবদুর রহমান। পরে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সদস্যেরা লাশ উদ্ধার করেন।
নিহত রহমানের মামা শামীম জানান, তিনি মৃত্যুর খবর পেয়ে মর্গে এসেছেন। কিন্তু লাশ এখনও আসেনি। তবে লাশবাহী অ্যাম্বুলেন্সের কর্মীরা তাঁর থেকে ১২ হাজার টাকা চাচ্ছেন। লাশ এনে দ্রুত ময়নাতদন্ত করা হবে। তবে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করায় এত টাকা দেওয়ার সামর্থ তাঁর নেই বলে জানিয়েছেন।