ডাকাতি-ছিনতাইয়ের অভিযোগে সিআইডির এসআই রিমান্ডে
ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে সিআইডির ঢাকা মহানগর পূর্ব বিভাগের উপ-পরিদর্শক (এসআই) বরখাস্তকৃত আকসাদুদ জামানের পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস এই আদেশ দেন। এদিন বিমানবন্দর থানায় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগের মামলায় এসআই আকসাদুদকে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রিমান্ডের এই আদেশ দেন।
এর আগে গতকাল বুধবার রংপুরের মিঠাপুকুর এলাকা থেকে এসআই আকসাদুদ জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। লুটের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে সম্প্রতি তাকে বরখাস্ত করা হয়। ডিবি পরিচয়ে তিনি এক বিদেশগামী যাত্রীর কাছ থেকে পাঁচ হাজার ইউএস ডলার, দুই হাজার দিরহাম ও দুই হাজার টাকা, দুটি মোবাইলসহ কাপড়-চোপড় ভর্তি ব্যাগ ছিনিয়ে নেন। এ ঘটনায় গ্রেপ্তারদের মধ্যে একজন চাকরিচ্যুত সেনা সদস্যও রয়েছেন বলে জানিয়েছে ডিবি।
এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথমে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। সে সময় ধরাছোঁয়ার বাইরে ছিলেন ‘মূলহোতা’ এসআই আকসাদুদ জামান। প্রায় এক বছর পর গতকাল বুধবার তাকে গ্রেপ্তার করে ডিবি ঢাকা উত্তরা বিভাগ।