ডাকাতি হওয়া মোটরসাইকেল উদ্ধার, তিন জেলায় গ্রেপ্তার ৬
ডাকাতির একটি মোটরসাইকেল, দুটি মোবাইলফোন ও মালামালসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা এলাকার বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছয় জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গত ৯ ফেব্রুয়ারি রাতে চিৎলা গ্রামের ডিস ব্যবসায়ী কামরুজ্জামান তার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় একদল ডাকাত তাদের গতিরোধ করে তাদেরকে গাছের সঙ্গে বেঁধে সব মালামাল লুট করে নেয়। এ ঘটনায় কামরুজ্জামান বাদী হয়ে গাংনী থানায় মামলা করেন।
পুলিশ উন্নত প্রযুক্তির সহায়তায় ডাকাতদের কথোপকথনের রেকর্ড শুনে তাদের অবস্থান নিশ্চিত হয়। পরে পৃথক পৃথক টিম মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেপ্তার করে ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করে। সেই সঙ্গে একটি ছুরি জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি আব্দুর রাজ্জাক।