ডাকাতের হামলায় মোটরসাইকেলচালক নিহত, পরিবারের দাবি খুন
কিশোরগঞ্জের ভৈরবে ডাকাতের হামলায় মো. আশিকুর রহমান সজীব (৩৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। কিন্তু পরিবারের দাবি, এটি পরিকল্পিতভাবে হত্যা।
গতকাল শনিবার (১৩ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ বিসিক শিল্পনগরী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আশিকুর রহমান সজীব নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ঘাগুটিয়া গ্রামের সিকদার বাড়ির মো. গোলাপ মাস্টারের ছেলে। তিনি পেশায় একজন ডকইয়ার্ড ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব- কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ বিসিক শিল্পনগরী সংলগ্ন এলাকায় একদল ডাকাতের হামলার শিকার হন সজীব। পরে সড়কের পাশে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে হাইওয়ে পুলিশ। তারা প্রাথমিক সূরৎহাল প্রতিবেদন তৈরি মরদেহ থানায় নিয়ে যায়। পরে পুলিশ ও লোক মারফত খবর পেয়ে রাতেই থানায় ছুটে আসে তাঁর পরিবারের সদস্যরা।
নিহত আশিকুর রহমান সজীবের স্ত্রী বলেন, ‘আমার স্বামীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমার তিন ছেলেমেয়েকে এতিম করা হয়েছে। আমি খুনিদের বিচার চাই।’
নিহত সজীবের শ্যালক আল ইমরান বলেন, ‘এটা কোনো ডাকাতি বা দুর্ঘটনা নয়। আমার বোনের স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার বোনকে যারা বিধবা করেছে। আমার ভগ্নিপতিকে যারা হত্যা করেছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
নিহত সজীবের বাল্যকালের বন্ধু বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. খোকন মিয়া বলেন, ‘আমার বন্ধু ডকইয়ার্ড ব্যবসা করতেন। নৌকা কেনা-বেচার কাজে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় গিয়েছিলেন। ফেরার পথে সন্ত্রাসীরা তাঁকে পূর্বপরিকল্পিতভাবে খুন করেছে। আমরা সরকারের কাছে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।’
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজ্জামেল হক বলেন, ‘কালিকাপ্রসাদ এলাকায় আঞ্চলিক সড়কে মোটরসাইকেলচালক নিহতের ঘটনাটি ডাকাতের হামলায়—না কি খুন, সেটি নিয়ে তদন্ত চলছে।’