ডাচ-বাংলা ব্যাংকের টাকা ছিনতাই : ৮ কোটি ১০ লাখ টাকা উদ্ধার
রাজধানীর উত্তরার তুরাগ এলাকায় বেসরকারি ব্যাংক ডাচ-বাংলা লিমিটেডের সোয়া ১১ কোটি ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৮ কোটি ১০ লাখ টাকা। এই ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১২ জনকে। এর মধ্যে ১১ জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের ইন্সপেক্টর সাজু মিয়া এই তথ্য জানিয়েছেন।
এদিকে, ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার হওয়া হাবিবুর রহমান হাবিব নামে এক আসামিকে আজ আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা। আদালতে আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন সাজু মিয়া। আবেদনের প্রেক্ষিতে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় সোয়া ১১ কোটি টাকা ছিনতাই হয়েছে। এর মধ্যে আট কোটি ১০ লাখ পাঁচ হাজার টাকা নগদ ও ২০ লাখ টাকার একটি গাড়ি জব্দ করা হয়েছে।
গত ৯ মার্চ সকালে উত্তরা থেকে বেসরকারি ডাচ-বাংলা ব্যাংকের টাকা বহনকারী গাড়ি থেকে প্রায় সোয়া ১১ কোটি টাকা ছিনতাই হয়। এ ঘটনায় ওই দিন রাতে মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে ডিএমপির তুরাগ থানায় মামলা করেন।