ডিআইজি মিজানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৫ মার্চ
অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনে দুদকের মামলায় পুলিশের সাময়িক বরখাস্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানসহ চারজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৫ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এই দিন নির্ধারণ করেন। আজ এ মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে, কোনো সাক্ষী হাজির না হওয়ায় আদালত সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৫ মার্চ দিন ধার্য করেন।
মিজান ছাড়া অপর আসামিরা হলেন—মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান।
আদালত সূত্রে জানা গেছে, এ দিন ডিআইজি মিজান ও তার ভাগ্নে মাহমুদুল হাসানকে আদালতে হাজির করা হয়। তবে, এ মামলায় ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না ও ছোট ভাই মাহবুবুর রহমান পলাতক রয়েছেন।
মামলার নথি থেকে জানা গেছে, ২০২০ সালের ২০ অক্টোবর ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন একই আদালত। ২০১৯ সালের ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে তিন কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও তিন কোটি সাত লাখ পাঁচ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়।