ডিএনসিসির ময়লাবাহী গাড়ির ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু, চালক কারাগারে
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লাবাহী গাড়ির ধাক্কায় শিক্ষার্থী সাব্বির আহম্মেদ রকির মৃত্যুর ঘটনায় চালক আব্দুস সালামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এই আদেশ দেন।
তার আগে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) ভাস্কর রায় আসামিকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক এই আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মোহাম্মদ জালাল এনটিভি অনলাইনকে এ বিষয়ে নিশ্চিত করেন।
নথি থেকে জানা গেছে, গত ১৩ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে ইনস্টিটিউট অব সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজির (আইএসটিটি) বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী সাব্বির মোটরসাইকেল নিয়ে কাফরুল থানাধীন পুলিশ স্টাফ কলেজের মেইন গেটের বিপরীত পাশে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন। এসময় পিছন দিক থেকে ডিএনসিসির ময়লাবাহী গাড়ি সাব্বিরের মোটরসাইকেলে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ওইদিন রাতেই সাব্বিরের বাবা বাচ্চু মিয়া কাফরুল থানায় সড়ক পরিবহণ আইনের ১০৫ ধারায় মামলা করেন।