ডিএমপিতে সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তার পদায়ন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে এই পদায়ন করা হয়। ডিএমপি নিউজ আজ বিকেল সাড়ে ৩ টায় এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৪ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা এক অফিস আদেশে এই পদায়ন করা হয়।
ওই আদেশে জানানো হয়, গোয়েন্দা-লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুহম্মদ মনিরুজ্জামানকে সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, অপারেশনস্ বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।