ডিএমপির দুই এডিসির বদলি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার দুজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপির কমিশনার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়েছে।
ডিএমপি সদরদপ্তর ও প্রশাসন বিভাগের (ইন্টারনাল ওভারসাইট) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাইফুল ইসলামকে গোয়েন্দা-মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।
একই আদেশে ডিএমিপ সদরদপ্তর ও প্রশাসন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সৈয়দ রফিকুল ইসলামকে ইন্টারনাল ওভারসাইট (অতিরিক্ত দায়িত্বে) হিসেবে বদলি করা হয়েছে।