ডিএমপির পাঁচ কর্মকর্তা বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিসি) উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, আইসিটি বিভাগের ডিসি মো. শরিফুল ইসলামকে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে পদায়ন করা হয়েছে। একই পদমর্যাদার প্রটেকশন বিভাগের পুলিশ কর্মকর্তা সৈকত শাহীনকে গোয়েন্দা বিভাগে। গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার বশির উদ্দিনকে প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আলম সরকারকে গোয়েন্দা বিভাগে ও সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ ও প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কসপ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এস এম রেজাউল হককে গোয়েন্দা গুলশান বিভাগ ক্যান্টনমেন্ট বদলি করা হয়েছে।