ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৯
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ডিএমপির জনসংযোগ শাখা থেকে আজ রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত শনিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৫৯ জনকে আটক করা হয়। আটকের পর তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক ব্যক্তিদের কাছ থেকে দুই হাজার ৪৫৮টি ইয়াবা, ২৮ কেজি ৩৮২ গ্রাম গাঁজা, ৬৩ গ্রাম হেরোইন ও ছয় বোতল ফেনসিডিল জব্দ করা হয়।